ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ২৯শে জুলাই দিবাগত রাত ১২:০১ মিনিট হতে ৭ই আগস্ট
দুপুর ১২.০০ টা পর্যন্ত অনলাইন আবেদন করতে বলা হচ্ছে।
নটর ডেম কলেজ, ঢাকা
নটর ডেম কলেজ রোমান ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের হলিক্রস সন্ন্যাস – সংঘের ফাদারদের দ্বারা পরিচালিত
ও মাতা মেরীর কাছে উৎসর্গকৃত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা:
• বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA- 5.00, মানবিক বিভাগ GPA- 3.00 এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA- 4.00 এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। 'O' Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
• বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে : বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA- 4.25, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA- 3.50
• একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধু একটি বিভাগের জন্য আবেদন করা যাবে। একাধিক বিভাগের জন্য আবেদন করতে চাইলে প্রতিটির জন্য আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে ।
• সম্পূর্ণ Application ফরমটি সফলভাবে পূরণ করে Submit করার ৫ মিনিট এর মধ্যে রেজিস্ট্রেশনকৃত মোবাইলে একটি SMS যাবে। SMS এ OTP/Password, Tracking Number পাওয়া যাবে।
• SMS এ প্রাপ্ত OTP/Password ব্যবহার করে আপনার পূরণকৃত তথ্য পরিবর্তন করা যাবে এবং Payment প্রক্রিয়া সম্পূর্ণ হলে Admit Card Download করা যাবে ।
Payment প্রক্রিয়া :
Bkash এর মাধ্যমে Tracking Number ব্যবহার করে Payment প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে।
Admit Card:
Payment প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে মোবাইল নম্বর ও OTP ব্যবহার করে Admit Card Download করা যাবে।